দেশে প্রথমবারের মতো বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবায় ব্যবহৃত হচ্ছে প্রযুক্তিগত যোগাযোগব্যবস্থা। সরকারের জাতীয় স্বাস্থ্যসেবার আওতায় ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ উদ্যোগ পৌঁছে গেছে বাংলাদেশের বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে। সরকারের মেডিক্যাল টিমের সঙ্গে এই ব্যবস্থাটিও সহায়ক হিসেবে ভূমিকা রাখছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ত্রাণ, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ নিলেও জরুরিভিত্তিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগই সবচেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে সব সময়।