ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি। এক সন্তানের মা। দাম্পত্য ও পারিবারিক জটিলতায় অস্থির ছিল তাঁর দিন-রাত। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি, সন্তান নিয়ে টানাহেঁচড়া। বাবা কিংবা বড় বোনের বাড়িতে থাকা-না থাকা নিয়েও ঝামেলার অন্ত নেই। একপর্যায়ে সিদ্ধান্ত নেন—এই পৃথিবীতে আর নয়।

এমনই অবস্থায় একদিন ইন্টারনেট ঘাটতে গিয়ে চোখ আটকে যায় একটি নম্বরের দিকে- ৭৮৯৯’। এটি মাইন্ড টেল নামের একটি মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী উদ্যোগ। কৌতূহলবশত ফোন করেন ওই নম্বরে। একবার-দুইবার, এক দিন-দুই দিন করে বারবার চলে আলাপচারিতা। দিন পেরিয়ে যায়। ধীরে ধীরে হারিয়ে যায় শারমিনের মনের কালো মেঘ। মনের এক পরম বন্ধু হয়ে ওঠে নম্বরটি। ফিরে পান নতুন জীবন।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.