দেশে ব্যক্তিপর্যায়ের বিভিন্ন ধরনের বিল পরিশোধে বার্ষিক প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার লেনদেন হয়। এত বিশাল অঙ্কের লেনদেনের ৯৫ শতাংশ এখনো হয় নগদে। বিভিন্ন বিল পরিশোধে দুর্ভোগ ও ভোগান্তি নাগরিকদের জন্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই দুর্ভোগ ‘বিদায়’ করার উপায় হবে ‘এক-পে’।
পিটুজি (জনগণ হতে সরকার) পদ্ধতি এক-পেকে বলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম লেনদেনব্যবস্থা। এটি চালু হলে যেকোনো জায়গায় বসে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে সরকারের সব সেবার বিল পরিশোধ করা যাবে। একটি মাধ্যমে সরকারের সব সেবার বিল পরিশোধ করা যাবে বলে এর নাম দেওয়া হয়েছে ‘এক-পে’। কেন্দ্রীয় এই ই-পেমেন্ট সিস্টেম ২০১৮ সালের শেষে এসে চালুর পথে।